বরিশাল মেহেন্দিগঞ্জে শফিউল বারী বাবুর স্মরনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত।

0
223

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মরহুম সভাপতি শফিউল বারী বাবুর ১ম মৃত্যু বার্ষিকী ২৮ জুলাই । দিনটিকে স্মরনীয় করতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্র ঘোষিত নানা প্রোগ্রামের অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় তহসিল অফিস জামে মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক ইশতিয়াক রুপক। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মামুন মিয়াজী, সাদিক হোসেন, স্বেচ্ছাসেবক দলের টেনু খান, ইউনুছ মুন্সী, বাসেদ মীর, আনোয়ার হোসেন, ফরিদ, মাজহারুল সংগ্রাম, নাছির,নজরুল, ফয়সাল হাওলাদার ছাত্রদল উপজেলা শাখার যুগ্ন আহবায়ক লিয়ন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ওবায়েদ চান, আর সি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রাজু সহ বিভিন্ন নেতাকর্মী গন।
মোনাজাতে নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লীগন মহান আল্লাহ্ ‘র দরবারে মরহুম শফিউল বারী বাবুর জন‍্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
মোনাজাত শেষে মুসল্লীদের মাঝে তবারক বিতরন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়