বর্ণাঢ্য আয়োজনে মেহেন্দিগঞ্জে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

0
233

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মেহেন্দিগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে (বুধবার) রাত ১২.০১ মিনিটে কেক কেটা, বর্ণিল আলোকসজ্জা ও আতশবাজির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়। বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা এবং সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে পাতারহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মাঠে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যুবশক্তি। তারা সোনার বাংলা গড়তে ভূমিকা রেখেছে। এই যুবলীগ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। এসময় তিনি স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার জন্য যুবলীগ নেতা কর্মীদের আহ্বান জানান। মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব এর সঞ্চালনায় মুঠোফোনে বক্তব্যে, মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান, লন্ডন প্রবাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন খান হিমু যুবলীগের সাফল্যের কথা তুলে ধরে সুনাম অক্ষুন্ন রেখে সামনের দিকে এগিয়ে যেতে সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, সংগ্রাম, সাফল্য, গৌরব, অর্জন ও উন্নয়নের যে ঐতিহ্য আমরা বহন করে চলেছি সেই ধারা অব্যাহত রাখতে যুবলীগের ভূমিকা অন্যতম। আওয়ামীলীগ জনগণের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ষড়যন্ত্র, কোনো শক্তিই আওয়ামীলীগকে বাংলাদেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এসময় উপজেলা যুবলীগ সভাপতি পারভেজ চাঁন তার বক্তব্যে বলেন, মেহেন্দিগঞ্জে একটি প্রভাবশালী মহলের প্ররোচনায় এবং প্রশাসনের সহযোগিতায় উপজেলা যুবলীগের ব্যানেরে নিজেদেরকে স্বঘোষিত সভাপতি/সম্পাদক দাবী করে এবং উপজেলা যুবলীগ নাম ব্যবহার করে একটি ভূইফোড় সংগঠনের আর্বিভাব লক্ষ্য করা যাচ্ছে। যাদের কমিটি সম্পর্কে যুবলীগের জেলা কিংবা কেন্দ্রীয় কমিটির কোন নেতৃবৃন্দ অবগত নয়। সাংগঠনিক নিয়ম অনুযায়ী যুবলীগের কমিটি গঠন কিংবা বিলুপ্ত করার এখতিয়ার শুধুমাত্র জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের। এক নেতার আনুগত্যে থেকে তারা জেলা বা কেন্দ্রীয় কমিটির অনুমোদনবিহীন একটি পকেট কমিটি গঠন করে নিজেরাই নিজেদেরকে সভাপতি/সম্পাদক ঘোষনা দিয়ে দীর্ঘদিন পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের বিভিন্ন প্রোগাম বানচাল এবং সংগঠনে বিশৃংখলা সৃষ্টি করে স্বার্থ হাসিলের পায়তারা করছে। এসময় তিনি আরো বলেন, যে সমস্ত আওয়ামীলীগ নেতৃবৃন্দ দলীয় পদ-পদবীতে থেকে দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য দলীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষন করেণ।৷ সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লা, পৌর কাউন্সিলর ও উপজেলা আ’লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শোয়েব হোসেন সোহরাব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, পৌর কাউন্সিলর সাইদুর রহমান মনির, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক পান্নু রাড়ী, যুগ্ম-আহবায়ক আহবায়ক কাঞ্চন আলী হাওলাদার, যুবলীগ নেতা খান মোহাম্মদ রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারী, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন হোসেন সহ মেহেন্দিগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীবৃন্দ। এরআগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার, প্লাকার্ড এবং বাদ্যযন্ত্র নিয়ে মিছিল সহকারে আলোচনাসভাস্থলে যোগদান করেণ। পরে আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।