পঞ্চগড় থেকে-মোঃ ফিরোজ হোসেন: রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন এমপি সভাপতি ও আনোয়ার সাদাত সম্রার্ট সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত।
রেলপথ মন্ত্রী,বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি.বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক,বিশিষ্ট আইনজীবী
অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন এমপি মহোদয় আবারো(পুনরায়) পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রার্ট পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ ২০ মার্চ রবিবার পঞ্চগড় চিনিকল মাঠে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সর্ব সম্মতি ক্রমে অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন এমপি সভাপতি ও আনোয়ার সাদাত সম্রার্ট পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি। রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন এমপির সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে পঞ্চগড় জেলা পাঁচ উপজেলার হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।