মৃনাল কান্তি রায় (শ্রীমন), বীরগঞ্জ, দিনাজপুরঃ
দিনাজপুর জেলায় বাংলাদেশ প্রেস ক্লাব জেলা শাখার পরিচিতি সভা ও কমিটি ঘোশনা হয়েছে।
২৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে দিনাজপুর সিডিসি সেন্টারে বাংলাদেশ প্রেস ক্লাব দিনাজুর জেলা শাখার আহবায়ক যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রথম অধিবেশনে পরিচিতি সভা অনুষ্টিত হয়।
পরে যাদব চন্দ্র রায় কমিটি ঘোশনা করেন।
স্টাপ রিপোটার দৈনিক মানব বার্তা ও সাপ্তাহিক সুবানী পত্রিকার জেলা প্রতিনিধি যাদব চন্দ্র রায় আহবায়ক.দৈনিক দেশের কন্ঠ পত্রিকা জেলা প্রতিনিধি ফরহাদ হোসেন খকন যুগ্ন-আহবায়ক.দি-বাংলাদেশ টুডে ও আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার কাহারোল উপজেলা প্রতিনিধি মোঃ রশিদুল ইসলাম যুগ্ন-আহবায়ক.দৈনিক উত্তর বংগ পত্রিকার স্টাফ রিপোটার চন্দন মিত্র যুগ্ন-আহবায়ক. দৈনিক আমাদের সংবাদ বীরগন্জ উপজেলা প্রতিনিধি মৃনাল কান্তি রায় সদস্য সচিব.জ্যোতির্ময় ও বাংলাদেশ দর্পন পত্রিকার বোচাগন্জ প্রতিনিধি উত্তম কুমার রায় সাংগঠনিক সদস্য. জাতীয় সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার জেলা প্রতিনিধি ক্রাইম রিপোটার মোরসালিন বাবলা অর্থ-সদস্য হিসেবে ঘোশনা করে আহবায়ক যাদব চন্দ্র রায় সভার সমাপ্তি করেন।এসময় জেলার বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠানের সাংবাদিক গন উপস্থিত ছিলেন।