বাণিজ্যমন্ত্রীর সাথে BSVCFICA এর মতবিনিময় অনুষ্ঠিত

0
162

স্টাফ রিপোর্টার : গতকাল ২০ ডিসেম্বর মঙ্গলবার বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি’র সাথে বাংলাদেশ সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানি ফার্মস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসার্নস এসোসিয়েশনের (BSVCFICA) সভাপতি ইঞ্জি. মোঃ হারুন অর রশিদ সুমন এর নেতৃত্বে সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল মওলা জুয়েল, গণসংযোগ চেয়ারম্যান লায়ন খাঁন আকতারুজ্জামান এমজেএফ ও সদস্য বাবুল আক্তার সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন। বাণিজ্যিক সেক্টর এর এই সংগঠনের কার্যকম বিষয়ে মন্ত্রীকে অবহিত করা হয়। এটি বাংলাদেশের একমাত্র ভ্যালুয়েশন সংগঠন যাহা আর্ন্তজাতিক ভ্যালুয়েশন কাউন্সিল এর সদস্য। মাননীয় মন্ত্রী বাংলাদেশ সার্ভে অ্যান্ড ভ্যালুয়েশন কোম্পানি ফার্মস অ্যান্ড ইন্ডিভিজুয়াল কনসার্নস এসোসিয়েশনের সদ্যসদের আর্ন্তজাতিক মানদন্ড কার্যকম পরিচালনা করার জন্য আহবান জানায় উক্ত মত বিনিময় সভায়।