আবুবকর ছিদ্দীক বান্দরবান জেলা প্রতিনিধি: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবান পার্বত্য জেলার লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক হলরুমে জেলা প্রশাসক আয়োজনে এই শপথ পাঠ গ্রহন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লামা থেকে ৭ জন ও নাইক্ষ্যংছড়ি থেকে ২ জন, মোট নয়জন নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী, আওয়ামীলীগে সিনিয়র সভাপতি আব্দুর রহিম, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলাম সহ নবনির্বাচিত প্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যকর্মী সহ ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে শপথ গ্রহন শেষে নবনির্বাচিত চেয়ারম্যাগণকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানান জেলা প্রশাসন।