বাস,ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ কেড়ে নিল ৩ টি জীবন।

0
140

মো:রোমান আকন্দ, গাইবান্ধা জেলা প্রতিনিধি। আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রংপুর _ ঢাকা মহাসড়কের চৌরাস্তা মোড়ে দুটি মোটর সাইকেল ও বাস, ট্রাকের মধ্যে এক সংঘর্ষময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত,২ জন আহত হয়েছেন।নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫)কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার (৪২) ও পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)। আর এই নিহতরা সকলেই ছিলেন মোটরসাইকেল আরোহী।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল।হঠাৎ চৌরাস্তা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতদিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়।সে সময় স্থানীয়রা মটর সাইকেল আরোহীদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা: আনিছুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।প্রতিনিয়ত এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বেপরোয়া গাড়ি চালনা বলে মনে করেন স্থানীয় লোকজন।