বিরলে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের সমাপনী ও যাতায়াত ভাতা বিতরণ

0
158

মোঃ মিষ্টার ইসলাম দিনাজপুর উপজেলা সংবাদদাতা :‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বিরল যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় সপ্তাহব্যাপী (গরু মোটাতাজাকরণ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (০৪ নভেম্বর) সকালে উপজেলার ০৬নং ভাণ্ডারা ইউপি’র পাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি যুবরাজ আব্দুল মালেক প্রমূখ।

সমাপনী অনুষ্ঠান শেষে ০৭ দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেওয়া ৩০ জন প্রশিক্ষণার্থীকে যাতায়াতের জন্য প্রত্যেককে ৬০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।