বিরামপুরে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন

0
178

নয়ন হাসান বিরামপুর(দিনাজপুর) সংবাদদাতা::

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে শনিবার (৫ জুন) বিরামপুর পাইলট হাইস্কুল মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিরামপুর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ও
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায়
অনুষ্ঠানে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজাদা চৌধুরীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইদ্রিস আলী,জোতবানী ইউনিয়নের দুগ্ধ খামারী জেসমিন আরা,পৌর এলাকার সোনালী পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী খোরশেদ আলম মানিক,দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মাসুদ রানাসহ সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান প্রমুখ।


দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্ধোধনী অনুষ্ঠানে বিরামপুর উপজেলার বিভিন্ন খামার খামারীরা তাদের গরু, মহিষ, ছাগল,মুরগী, খোরগোস,কবুতরসহ বিভিন্ন জাতের পশু পাখি পালনের আধুনিক যন্ত্রপাতি নিয়ে ২৮ টি স্টলে অংশ গ্রহণ করেন।