বেনাপোলে কোয়ারেন্টাইনে থাকা শিশুর করোনা শনাক্ত

0
183
বেনাপোলে কোয়ারেন্টাইনে

মো. রাসেল ইসলাম,শার্শা প্রতিনিধি : ভারত ফেরত ১০ বছরের এক শিশুর করোনা শনাক্ত হয়েছে, শিশুটি যশোরের বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিল । ধারণা করা হচ্ছে, শিশুটি ভারতীয় (কভিদ ১৯) ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছে।

২০ মে বৃহস্পতিবার দিনগত রাতে করো নাই আক্রান্ত শিশুটিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরী করোনা ইউনিটে ভর্তি করা হয়।

শার্শা থানার স্বাস্থ্য অফিসার ডা. ইউসুফ আলী আমাদের সংবাদকে জানান, ওই শিশু ব্লাড ক্যান্সারের রোগী। উন্নত চিকিৎসা নেওয়ার জন্য তার মা ও মামা তাকে ভারতে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফিরেছেন। এরপর স্থানীয় প্রশাসন ওই শিশুসহ , মা ও মামাকে বেনাপোলের নিশান আবাসিকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোয়ারেন্টাইনের ১৪তম দিনে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে পরীক্ষার রিপোর্টে শিশুটির করোনা শনাক্ত হয়। তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সাংবাদিকদের বলেন, শিশুটি যেহেতু ভারত থেকে ফিরেছে সে ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত ধারণা করা হচ্ছে।