বোদা এলএসডিতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

0
137

মোঃ ফিরোজ হোসেন: আজ থেকে বোদায় সরকারি গুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় ও মিলারদের নিকট থেকে চাল সংগ্রহ শুরু হয়েছে।


বিকালে বোদা এলএসডিতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলী।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লু, খাদ্য সংগ্রহ কমিটির সদস্য আলহাজ্ব ইউসুফ আলী দুলাল,আলহাজ্ব অধ্যাপক মিজানুর রহমান,পৌর কাউন্সিলর শাহজাহান,ওসি এলএসডি আলিফ রেজা,সাকোয়াওসিএলএসডি,কৃষক মিল মালিক রা উপস্থিত ছিলেন। প্রতি কেজি ধান ২৭ ও প্রতি কেজি চাল ৪০ টাকা দর ক্রয় করা হবে।