বরেন্দ্র অঞ্চলের অন্যান্য জেলার মত রাজশাহীর গোদাগাড়ীতেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে কনকনে শীত । তা উপেক্ষা করেই খুব ভোরে উঠে কৃষকরা ছুটছে মাঠের দিকে। কিসের এই কর্মযজ্ঞ?কিসের এত ব্যস্ততা?রাজশাহীর অন্যান্য উপজেলার ন্যায় গোদাগাড়ীতে ও বোরো ধান রোপনের মৌসুম শুরু হয়েছে, তাইতো এত ব্যস্ত সময় পার করছেন গোদাগাড়ী ৯ টি ইউনিয়ন এর কৃষক।
মাঠের দিকে দৃষ্টি দিলে দেখা মিলছে বোরো ধানের ক্ষেত প্রস্তুত ধান রোপনের নানান দৃশ্য জমির সীমানা ঝালাই করছেন ,কেউবা কোদাল দিয়ে পানি সরবরাহের প্রস্তুত করছেন ।
ধান রোপনের দায়িত্বে নিয়োজিত একসাথে দলবেঁধে বীজতোলা থেকে ধানের চারা সংগ্রহ করে সেগুলো নিয়ে যাচ্ছেন প্রস্তুতকৃত জমিতে রোপণের জন্য । আবহাওয়া অনুকূলে থাকায় শ্রমিক সংকট না থাকায় বোরো রোপণে সেরকম কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না বলে নিশ্চিত করেছেন অত্র অঞ্চলের বোরোচাষিরা। বোরো চাষিরা সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা পর্যাপ্ত পানি সরবরাহ কীটনাশক ও সার এর সহজলভ্যতা নিশ্চিত হলে এবছর ও বোরো ধানের বাম্পার ফলন আশা করে কৃষকরা।