ভারত থেকে ফেরত আসা সৈয়দপুরে একই পরিবারের ৪ জনের করোনা শনাক্ত।

0
219

সুজন মহিনুল :

সৈয়দপুরে ভারত থেকে ফেরত আসা একটি পরিবারের চার সদস্যের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তাদের বাড়িটি লকডাউন করা হয়েছে।সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ায় মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে লাল ফ্লাগ ও লকডাউন বোর্ড স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ।

এ নিয়ে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু আলেমুল বাশার মিডিয়াকে বলেন, ‌‌‌পুরাতন বাবুপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান(৩৩)নামে এক ব্যক্তি তার নিজের চিকিৎসা জন্য মার্চ মাসে ভারতে যান।এরপর ২৩ এপ্রিল তিনি দেশে ফিরে এসে ঢাকায় অবস্থান করছিলেন। অসুস্থবোধ করলে গত ২৭ এপ্রিল তার করোনা পরীক্ষা করেন এবং তার রেজাল্ট ‌‌‌পজিটিভ আসে। এরপর তার স্ত্রী এবং দুই সন্তানেরও নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।কিন্তু তারা ঢাকায় আইসোলেশন সময় অতিক্রম না করেই চলে আসেন পুরাতন বাবুপাড়ার বাড়িতে।এ কারণে পরিবারটিকে আগামী ১৯ মে পর্যন্ত হোম আইসোলেশনের পরামর্শ দিয়েছেন এবং সেই সাথে বাড়িটি লকডাউন করা হয়েছে।

তিনি মিডিয়াকে বলেন, পরিবারটি করোনার আক্রান্ত হয়েছেন তবে ভারতীয় ভ্যারিয়েন্ট বহন করছে কি-না, তা নিয়ে এলাকার সকলেই আতঙ্কিত।