কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
পশ্চিম বাংলার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার শান্তি কলোনিতে মামীর সাথে ভাগ্নের বিয়ে দিলেন কালীমন্দিরে নিয়ে গিয়ে খোদ মামা। কাজের সূত্রে মামা থাকেন বাইরে, সেই সুযোগে ভাগ্নে মাঝে মাঝে আসতেন মামার বাড়িতে। তখন থেকেই আস্তে আস্তে গভীর সম্পর্ক স্থাপন হয় মামীর সাথে ভাগ্নের। বিষয়টি নজরে আসে পাড়ার মানুষজনের। তারা বিষয়টি মামা কে বলেন। এবং গতকাল মামা হাতেনাতে ধরে ফেলেন মামীর সাথে ভাগ্নের অবৈধ সম্পর্ক। পাড়ার মানুষ খবর দেয় পুলিশের কাছে। কিন্তু পুলিশ এসে ধরে নিয়ে যাওয়ার আগে ভাগ্নে ও ভাগ্নের মামীকে নিয়ে স্হানীয় কালীমন্দিরে নিয়ে গিয়ে সাত পাকে বেঁধে দেন মামা। নিজে দাড়িয়ে থেকে বিয়ে দিলেন দ্বিতীয় বারের জন্য। এই ঘটনার পর হকচকিয়ে যায় স্হানীয় বাসিন্দারা।।