আব্দুল্লাহ বাশার, বিশেষ প্রতিনিধি।। ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকা থেকে ৫৮ বিজিবি’র যাদবপুর ক্যাম্পের সদস্যরা মকরধসপুরের বাগানপাড়ার মোড় থেকে ৬৯৯ পিচ ইয়াবা টেবলেট ও ট্রাকসহ চালক আসিফ শেখ (১৮) এবং ট্রাক মালিকের স্ত্রী নারগিস বেগমকে (৪৫) আটক করেছে।
মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গত সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মকরধসপুর সীমান্তের বাগানপাড়ার গোলচত্তর থেকে ঢাকা মেট্রো ট-১৬-৪৯৩৫ নম্বরের ট্রাকের চালক কোটচাঁদপুর পৌর এলাকার আকরাম শেখের ছেলে আসিফ শেখকে ৯৭ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাক মালিক ভৈরবা গ্রামের আনিচুরের বাড়ীতে অভিযান চালিয়ে ৬০২ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
এ সময় ট্রাক মালিক আনিচুর রহমানের স্ত্রী নারগিস বেগমকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে বলেও জানান ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।