আব্দুল্লাহ বাশার-(বিশেষ প্রতিনিধি) : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার ৮ জনকে আটক করেছে বিজিবি। মটিলা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের শূন্যলাইন থেকে তাদেরকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিনাপাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, সাইফুল মন্ডল (২৮), মাসুদা মন্ডল (২৬), সাকিবুল (০৪) সুরাইয়া (২০মাস), আলামিন মিয়া (৩১), কারিমা বেগম (২২), রীনা বেগম (৪০) এবং আলেয়া (০২), উভয়ের বাড়ি নরসিংদীর বিভিন্ন গ্রামে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।