মাদকের বিরুদ্ধে নিউজ করায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ওমর আলী সোহাগের উপর হামলা চালানোর চেষ্টা করা হয়েছে।১১.৪.২০২২ সোমবার দুপুরে শহরের পায়রা চত্বর খোকা চেয়ারম্যানের অফিসের সামনে এ হামলা চালানোর চেষ্টা করে, উল্লেখিত প্রকাশিত জসিম উদ্দিন ঝিনাইদহ সদর উপজেলায় উদয়পুর শাহপাড়ার মতিয়ার মোহরির ছেলে।
জানা গেছে, ১১.৪.২০২২ সোমবার দুপুরে সাংবাদিক ওমর আলী সোহাগ কোন কাজে শহরের পায়রা চত্বর খোকা চেয়ারম্যানের পাম্পের সামনে অবস্থান করছিলেন। এ সময় মাদক ব্যবসায়ী জসিম ১৫/২০ জন লোক নিয়ে হামলা করতে চলে আসে। তাৎক্ষণিক পাশে অবস্থিত ছাত্রলীগের কিছু ছেলেরা টের পেয়ে সোহাগের উপর হামলা চালানোর মুহূর্তে তাকে রক্ষা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঐ হামলাকারী মাদক ব্যবসায়ী জসিমকে আটক করেন।
এদিকে এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুর রহমান সন্টু গ্রুপে এক বিবৃতি দিয়েছেন। তিনি জানান মাদক ব্যবসায়ী জসিমের বিরুদ্ধে এর আগেও অনেকগুলো মামলা রয়েছে। আইনগতভাবে কঠিন ব্যবস্থা না নেওয়ায় এরা দিন দিন সমাজে মাথা চাড়া দিয়ে উঠেছে। যে কারণে এদের সাথে জড়িয়ে পড়েছে স্থানীয় কিছু মাদকাসক্ত প্রভাবশালীরা। ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নিয়ে এরা তাদের সাহস দিয়ে যাচ্ছে।
তিনি বলেন সরকার পক্ষ থেকে মাদকের জিরো টলারেন্স ঘোষণা থাকায় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহ করে যাচ্ছে। দেশ ও দেশের জনগণের বৃহৎ স্বার্থে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইনের চোখে এদের মুখোশ উন্মোচন করা হয়। সংবাদ কর্মীরা আইনের চোখে এদের মুখোশ উন্মোচন করার সঙ্গে যদি আইন-শৃঙ্খলা বাহিনী ,এদেরকে আইনের আওতায় আনেন তাহলে দ্রুত এদেরকে সমাজ থেকে নির্মূল করা সম্ভব হবে। তিনি মাদক ব্যবসায়ীদের থেকে ওমর আলী সোহাগ কে রক্ষা করার জন্য ছাত্রলীগের সদস্যদের অভিনন্দন জানান।
বিস্তারিত দেখবেন দুর্নীতির সন্ধানের পত্রিকায়।