সাকিব আহমেদ,হরিরামপুর (মানিকগঞ্জ) :মানিকগঞ্জের হরিরামপুরে আগুণে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে গেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার দিয়াপাড় গ্রামে পশ্চিমপাড়া দানেজ মন্ডলের বাড়িতে আগুন সূত্রপাত হয়। দানেজ মন্ডল ও তাহের মন্ডলের রান্নাঘর, বসতঘরের আংশিক ও গোয়ালঘরের ২ টি গরুর ও আংশিক চামড়া পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায় রান্না ঘড়ের আগুন থেকেই ছড়িয়ে পড়ে বলে এলাকাবাসীর ধারণা।

আগুণে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে ক্ষতিগ্রস্ত দানেজ মন্ডল জানান, দুইটি গরু,গোয়াল ঘড়,রান্না ঘড়,থাকার ঘড়ের অর্ধেক অংশ পুড়ে গেছে। এছাড়া ঘড়ে থাকা ফ্রিজ টেলিভিশনও আংশিক পুড়ে গেছে। গরু দুইটার শরীরের কিছু জায়গায় চামড়া পুড়ে গেছে। তার পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হরিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার বশির আহমেদ জানান, আগুণ লাগার ঘটনা তার জানা নেই ।