মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন থেকে গাঁজাসহ সুলতান বেপারী (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ রুকন্দি সাকিনে জগদীশ ধোপা বাড়ির সামনে ইট সলিং রাস্তার উপর থেকে আজ বিকাল আনুমানিক ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন থানা পুলিশ এস আই মোঃ রফিকুল ইসলাম হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স। সুলতান বেপারী হলেন, ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত মতলেব বেপারীর ছেলে। তার কাছ থেকে ১১ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের’র প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।