মেহেন্দিগঞ্জের সিটিসেলপুল থেকেতেমুহনী মোড় পর্যন্ত পরিচ্ছন্ন করলেন স্বেচ্ছাসেবী সংগঠন

0
189



মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলা উপহার দেওয়ার লক্ষ্যে আজ উপস্থিত ছিলেন একঝাঁক তরুণ, উদীয়মান, স্বেচ্ছাসেবী, মেহেন্দিগঞ্জ থানার পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ গন।

আপনার ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। যত্রতত্র ময়লা ফেলার মানসিকতা পরিবর্তন করুন।


আপনার ফেলা দেওয়া ময়লার দূর্গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে যাচ্ছে। ময়লার নোংরা গন্ধ আপনার পরিবেশের বাতাস দূষিত করে আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।

আমি আপনি পাল্টে গেলে, পাল্টাবে বাংলাদেশ।

আসুন আজ থেকে শপথ করি,
আর একটি মায়লাও যত্রতত্র নয়, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিস্কার পরিচ্ছন্ন দেশ গড়ি।