মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

0
172

ফয়সাল হাওলাদার // মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ টেকসই আগামীর জন্য জেনডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে
মেহেন্দিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী এর সভাপতিত্বে বক্তব্য মেহেন্দিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে রিক সংস্থার ট্রেনিং অফিসার মোঃ হেমায়েত উদ্দীন, পাতারহাট সরকারি মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন নেছা লাইলী, সাংবাদিক জাহিদুল বারী খোকন প্রমুখ। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা ফাহিমা খানম। আলোচনাসভা শেষে একটি র‌্যালি বের করা হয়।