মেহেন্দিগঞ্জে আরগন ফার্মাসিউটিক্যালসের শোরুমের শুভ উদ্ভোধন

0
608

নিজস্ব প্রতিবেদকঃ মেহেন্দিগঞ্জ একটি নদী বেষ্টিত অঞ্চল। এখানকার মানুষ আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত। মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রায় চার লক্ষাধিক জনগোষ্ঠীর একমাত্র চিকিৎসার ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

মেহেন্দিগঞ্জে আধুনিক চিকিৎসা পদ্ধতির আলোকে নতুন মাত্রা যোগ করতে আরগন ফার্মাসিউটিক্যালসের ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান স্যার।


সূত্র জানায়, গত ৮ ই ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল ০৪ঃ০০ টায় আনুষ্ঠানিক ভাবে কোম্পানির শো রুম উদ্ভোধন করা হয়। আরগন ফার্মাসিউটিক্যালস কোম্পানি মূলত ডিলার ভিত্তিক চিকিৎসা সেবা দিয়ে থাকে সেই হিসেবে মেহেন্দিগঞ্জের অম্বিকাপুরে খান ভিলা তে ডিলার/শো রুম পয়েন্ট উদ্ভোধন করা হয়।



শোরুমের স্বত্ত্বাধিকার’র সাথে আলাপ কালে জানা যায়, মেহেন্দিগঞ্জের চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করতে আরগন ফার্মাসিউটিক্যাল এই আয়োজন। এছাড়াও আয়ুর্বেদিক চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে সাধারণ জনগণের মাঝে আস্থার প্রতীক হয়ে পাশে দাড়াতে চায়, প্রাকৃতিক উপাদানে তৈরি, কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়ায় মানুষ যেনো ঔষধ সেবন করতে পারে, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে আরগন ফার্মাসিউটিক্যাল।

আরগন ফার্মাসিউটিক্যাল মেহেন্দিগঞ্জ জোনের এসএম(সেলস ম্যানেজার) মোঃ শাহাদাত হোসেন রুবেল বলেন, আমাদের আরগন ফার্মাসিউটিক্যাল চিকিৎসা সেবায় এক নতুন মাত্রা নিয়ে এসেছে মেহেন্দিগঞ্জের জনগণের জন্য, কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ঔষধ সেবন করতে পারবেন।

উদ্ভোধন কালে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলায় আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র নতুন এক মাত্রা যোগ করেছে, আমি সবার উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং সরকারি হাসপাতালেও আয়ুর্বেদিক চিকিৎসক রয়েছেন, যা বাংলাদেশ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় চিকিৎসা সেবায় বিকল্প ব্যবস্থা।