ফয়সাল হাওলাদার //মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃঅবৈধ ড্রেজার, অপরিকল্পিত ড্রেজিং এবং নদী ভাঙ্গনের ফলে ভিটেমাটি হীন অবস্থায় অসহায়। খোলা আকাশের নিচে বসবাস করছে হাজারো মানুষ।
তবে থেমে নেই মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের ভূমিকা।
গতোকাল সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ’র ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর, বিদ্যানন্দনপুর, দফাদার হাট এলাকায় তিনটি ড্রেজার মেশিন, পাইপ জব্দ করা হয়। এর মধ্যে দুইটি ড্রেজার মেশিন ডুবিয়ে দেওয়া হয় এবং একটি ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে দেওয়া হয়।
ভাসানচর, বিদ্যানন্দনপুর, দফাদার হাট অঞ্চলে সূর্যের আলো ও প্রশাসনের চোখ ফাঁকি দিয় রাতের আধারে এসব অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদীর বালু উত্তোলন করে আসছে।
গোপন সূত্রের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায় নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও ড্রেজার মেশিন পরিচালনা কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও মেহেন্দিগঞ্জ যেহেতু একটি নদী বেষ্টিত এলাকা, তাই সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।