মেহেন্দিগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।

0
200

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হাওলাদার: মেহেন্দিগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর পাতারহাট থানা আব্দুল­াহ্পুর কেন্দ্রীয় জামে মসজিদে এই শোকরানা মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মেদ গত ২১শে জুন/২০২১ অনুষ্ঠিতব্য ৫নং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ভোটের মাধ্যমে বিজয়ী করার জন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেণ। এছাড়াও তিনি এরকম একটি সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচনের আয়োজন করায় এবং জনগন নির্বিঘেœ তাদের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করার সুযোগ পাওয়ায় নির্বাচন কমিশনসহ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এসময় তিনি জনপ্রতিনিধি হিসাবে তার দায়িত্ব ও কর্তব্য সঠিক ভাবে পালনের জন্য সকলের নিকট সহযোগীতা কামনা করেণ। শোকরানা মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ দলমত নির্বিশেষ মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সর্বস্থরের হাজার হাজার মানুষ উপস্থিত হন। পরে মিলাদ ও দোয়া শেষে নবনির্বাচিত চেয়ারম্যান এবং সাধারন সদস্যবৃন্দ পরস্পর কুশল বিনিময় করেণ এবং ঐক্যবদ্ধ ভাবে ইউনিয়ন পরিষদের সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেণ। উলে­খ্য, গত ২১ জুন/২০২১ (সোমবার) ৫নং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে (আনারস) প্রতীক নিয়ে নিজাম উদ্দিন আহম্মেদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন।