মেহেন্দিগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতার ৯১তম জন্মদিন পালিত

0
191

ফয়সাল হাওলাদার /মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃমেহেন্দিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মদিন উপলক্ষে আলাচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। রবিবার সকাল১০ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন মাসুদ’র সভাপতিত্বে ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী“ শীর্ষক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক সহকারী কমকর্তা আবুল কালাম, বক্তব্য রাখেন সদর ইউপি পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, চেয়ারম্যান শহীদুল ইসলাম, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি জাহিদুল বারী খোকন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা। আলোচনা সভার শেষে দুঃস্থ অসহায় ৭ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।