মেহেন্দিগঞ্জে মাষ্টার বাজার অবৈধ দখল ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

0
244

ফয়সাল হাওলাদার মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ


মেহেন্দিগঞ্জের পাতারহাট টু উলানিয়া সড়কের মাষ্টারহাট বাজারের অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও দখলদার উচ্ছেদ কার্যক্রম শুরু। আজ সোমবার সকাল আনুমানিক ১০ টার সময় জেলা প্রশাসকের সার্বিক তত্বাবধানে জেলা ম্যাজিষ্ট্রেট নিরুপম মজুদার অভিযানপরিচালনা করেন। সরকারি জমিতে গড়ে ওঠা পাকা-আধাপাকা প্রায় ৬০/৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে দেখা যায়। এ বিষয়ে গনমাধ্যম কর্মী মুঠোফোনে আলাপ কালে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ১৯৭০ ‘র ভূমি আইনে নিয়ম অনুযায়ী তাদের কে জেলা প্রশাসন এক সপ্তাহে নোটিশ দিয়েছেন তার কার্যকাল ছিলো গত বুধবার পর্যন্ত আমরা তার ৪দিন পর উচ্ছেদ অভিযান পরিচালনা করি। এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদসহ পুলিশ প্রশাসন উপস্থিত থাকতে দেখা গেছে। দীর্ঘ পরে হলেও প্রশাসনে উদ্যোগে এই উচ্ছেদ অভিযানে মেহেন্দিগঞ্জ জনগন শস্তি ফিরে পেয়েছন। এই উচ্ছেদ অভিযানে মেহেন্দিগঞ্জ এর সাধারণ মানুষের কথা সকল অবৈধ ভূমি দখলদার বিরুদ্ধে চলোমান উচ্ছেদ অভিযান অব্যহাত রাখলে আর কোন ভূমি দখলের পায়তারা করবেনা।