ফয়সাল হাওলাদার /মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। উপজেলার ৮/৯ টি ইউনিয়নের ৩৫-৪০টি গ্রামে ভাঙন থাকায় মানুষ আতঙ্কিত হয়ে পরেছেন। জাঙ্গালিয়া ইউনিয়নে মাসকাটা নদীর ভয়াবহ ভাঙন অব্যাহত থাকায় রোববার (৮ আগস্ট) ভাঙন রোধের দাবিতে ও নদীর তীর রক্ষা বাঁধের দাবিতে সকালে মানববন্ধন করেছেন গ্রামবাসী। ঘন্টা ব্যাপী মানববন্ধনে দাড়িয়ে ওই এলাকার আঃ রহমান, মুসা বয়াতিসহ অনেকে ভয়াবহ ভাঙ্গনের হাত থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন।

ভাঙ্গন থেকে সিন্নিরচরকে রক্ষা করতে হলে চারিদিক ব্লোক বা ড্যামপিং ব্যাবস্থা করে স্থায়ীভাবে ভাঙ্গন রোধের উদ্যোগ গ্রহন করতে হবে বলে জানান তারা। পূর্ববর্তী ২ মাসে শতাধিক পরিবার তাদের বসত বাড়ি সরিয়ে নিয়েছেন। ভাঙনে ৩০০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙন রয়েছে অন্তত ১ কিলোমিটার এলাকা জুড়ে। যার কারণে ওই এলাকাগুলোর মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক রয়েছে। এ দিকে জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধ কমিটিসহ স্বেচ্ছাশ্রমে প্রাথমিকভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন এলাকাবাসী। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ বলেন, ইতিমধ্যে ভাঙ্গন এলাকায় আমি গিয়েছি, এবং খোঁজ খবর রাখছি, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবগত করে ভাঙ্গনরোধে উদ্যােগ নেওয়া হবে।