বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বরিশাল মেহেন্দিগঞ্জে সেলস অফিস’র অনুষ্ঠান।

0
205

মেহেন্দিগঞ্জ, প্রতিনিধিঃমেহেন্দিগঞ্জ পেইন্টার কর্মশালা
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বরিশাল সেলস অফিস কর্তিক আয়োজিত। আমিনুল ইসলাম সিপন
এন্টারপ্রাইজ,র পক্ষ থেকে এক আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন, মোঃ আমিনুল ইসলাম সিপন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড বরিশাল সেল্পস অফিস, ম্যানেজার, মোঃ আকতার উজ জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ফখরুল আজম রাছেল,আরো উপস্থিতি ছিলেন, মোঃ সাইফুল ইসলাম।

সঞ্চালনায় ছিলেন, রেজা শরীফ,জোনাল অফিসার, বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেড। তত্ত্বাবধানে ছিলেন,রোমান সিকদার, জোনাল অফিসার।
এই সময়ে বিভিন্ন বক্তরা, বার্জার, বা, প্রিন্টার কর্মশালা সম্পর্কে মুক্ত আলোচনা করেন। আলোচনার পরে দর্শকের মাঝে,৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন। সকলের মাঝে খাবারও ছাতা বিতরণ করেন।