মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
310

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : পথ চলার ১২ বছর পেরিয়ে ১৩ বছরে পদার্পন স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে মেহেন্দিগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগপুর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সোমবার রাতে রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে শেষ হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে রিপোটার্স ইউনিটির ১৩ বছরে পদার্পন উপলক্ষ্যে আমনন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে উপস্থিত সকলককে মিষ্টি মূখ করানো হয়। এর আগে বাদ আসর দেশ ও সাংবাদিকদের কল্যানে আব্দুল্লাহপুর থানা জামে মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ নুরুন্নবী। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন তরুণ উদীয়মান সাংবাদিক পিএইচডি গবেষক ইন্টারন্যাশনাল জার্নালিজম বারেক কায়সার, বিশেষ অতিথি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, এতে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম ইউসুফ আলী সৈকত, পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী।

উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এহসান রেজা জিতু, সম্মিলিত সাংবাদিক পরিষদের আহবায়ক আব্দুর রাজ্জাক, রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা আহবায়ক মনির দেওয়ান, দৈনিক সত্যে সংবাদ পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রকিব, যুবলীগ নেতা খান মোহাম্মদ রিয়াদ, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক আক্তার হোসেন খোকন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান ফরিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি আ.ফ.ম হাসান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মুন্সি, দপ্তর সম্পাদক ইউনুস খান আজাদ, সদস্য মহি উদ্দীন আহমেদ, মোস্তফা কামাল, হুমায়ুন কবির, ফয়সাল হাওলাদার, আবুল হাশেম, সাইদুল ইসলাম, মোঃ রাসেল, কাজীরহাট প্রেসক্লাবের সভাপতি শাহে আলম, সাধারণ সম্পাদক কাজী রাসেলসহ আরও অনেকে।