ফয়সাল হাওলাদার /মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮০ সালের এইদিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশবাসীর সেবায় দলের কর্মীদের এবং জনগণ কে একত্রীভূত করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গঠন করেন। সেই থেকে প্রতিবছরই দেশের প্রতিটি থানা উপজেলা জেলা মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী রা ১৯ শে আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে আসছে।

তারই ধারাবাহিকতায় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগন দলীয় ও জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিয়ে শুরু করে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সকাল আনুমানিক ১১ টায় মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরের জমাদার টাওয়ার এর হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান। সভা সঞ্চালনায় ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিন হাওলাদার। অন্যান্যদের সাথে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সভাপতি ছালাউদ্দীন পিপলু, কৃষক দলের সভাপতি হাবিব সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম শিপন, সুভাষ দাস, সৈয়দ শামীম, ইউনুছ মুন্সী, আনোয়ার হোসেন, সৈয়দ আকবর, রবিন খান, ইভান চৌধুরী, ফয়সাল হাওলাদার,প্রমুখ। ছাত্রদলের উপজেলা শাখার আহবায়ক সোহাগ সরদার, সদস্য সচিব জুবায়ের সহ অনেক নেতাকর্মী গন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী লেখা সম্বলিত কেক ও মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।