যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

0
236

শেখ মাঈন উদ্দিন লক্ষিপুর প্রতিনিধি: লক্ষিপুরের রায়পুরে প্রধান শিক্ষক আবদুর রহিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন করে শিক্ষার্থী ও অবিভাবকেরা। জানাযায় রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম দীর্ঘদিন ধরে ফেসবুকে শিক্ষার্থীদের সাথে যৌন হয়রানি ও অশালীন মন্তব্য করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটি কার্যকর ব্যাবস্থা না নেওয়ায় ভুক্তভোগী শিক্ষার্থীরা ও তাদের অবিভাবকগন মিলে প্রধান শিক্ষক আব্দুর রহিম এর অপসারণের দাবিতে রায়পুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং উপজেলা নির্বাহি অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। এলাকাবাসী তাদের সাথে একাত্রতা প্রকাশ করে।এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন কেউ যদি প্রমানসহ লিখিত অভিযোগ দায়ের করে তাহলে প্রমানসাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।