শহিদুল ইসলামঃ আসন্ন ইউপি নির্বাচন এ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়াধীন ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য পদপ্রার্থী মো: বেলায়েত হোসেনহাওলাদার মোড়গ মার্কা নিয়ে লড়ছেন।
দৈনিক আমাদের সংবাদ পত্রিকার একান্ত সাক্ষাৎকালে তিনি বলেন- ১৯৯৯ সাল থেকে টানা ১৭ বছর উক্ত ওয়ার্ড এর সদস্য
হিসাবে কাজ করেছেন। তার পিতা একই নির্বাচনী এলাকায় টানা ৩০ বছর ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে সিতাইকুন্ড কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সিতাইকুন্ডস্থ জান্নাতুল বাকীর কবরস্থানের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছেন। তার ছোট ভাই ডা:
আনিচুর রহমান এলাকাবাসীর স্বাস্থ্য সেবায় অগ্রনী ভুমিকা পালন করে আসছেন।
আসন্ন নির্বাচনে পরিস্থিতির কথা জিজ্ঞাস করলে তিনি জানান- আমি জয়ের ব্যপারে শতভাগ আশাবাদি এবং সেই সঙ্গে আরও বলেন আমার
ভোটারগন ও সমর্থক গোষ্ঠীর যে সেতুবন্ধন তা দিন দিন আরও বেশী শক্তিশালী হচ্ছে। সেই সেতুবন্ধন অটুট রেখেই আমার মোড়গ মার্কা জয়ী হবে। আগামী
নির্বচনে তিনি জয়ী হতে পারলে ৫নং ওয়ার্ডকে জুয়া ও মাদকমুক্ত রেখে শান্তিপূর্ন সমাজ গঠনকে অগ্রগন্য করবেন। নির্বাচনী এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার মান উন্নয়ন করবেন। এছাড়াও রাস্তাঘাট ও অন্য অবকাঠামোর উন্নয়নের আশ্বাস দেন। তরুন ভোটার সহ নির্বাচনী এলাকার মানুষকে দৈনিক
আমাদের সংবাদ পত্রিকার মাধ্যমে শুভেচ্ছা জানান। সেই সাথে মোড়গ মার্কায় ভোট ও দোয়া চান।