
গত ইং ১৮-১০-২০২০ তারিখ বিকাল আনুমানিক ১৭.৩৫ ঘটিকার সময় পাবনা জেলার আটঘরিয়া থানাধীন চান্দাই গ্রামস্থ পাকা রাস্তার উপর ভিক্টিম মোঃ মকবুল হোসেনকে প্রকাশ্য দিবালোকে আক্রমন করে কুপিয়ে হত্যা করার ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উক্ত ঘটনার বাদী নিলুফার ইয়াসমিন পাবনা জেলার আটঘরিয়া থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। আটঘরিয়া থানার মামলা নং-১০ তারিখ-১৮-১০-২০২০। ধারা-৩৪১/৩২৬/৩০৭/ ৩০২/৩৪ পেনাল কোড।
ঘটনার পর হতেই র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করেন এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন। এরই ধারাবাহিকতায়, গত সোমবার (১০ মে, ২০২১) বিকেল ১৭.২৫ ঘটিকার দিকে উক্ত মামলার এজাহারভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে পাবনা জেলার আটঘরিয়া থানায় হস্তান্তর করেন।