লালমনিরহাটে শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
199

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে মাননীয় প্রধানমন্রীর পক্ষ থেকে শীতার্ত শ্রমজীবী ৩শ ৫০ জন শ্রমজীবী শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শীতার্ত শ্রমজীবী মানুষের পাশে জেলা শ্রমিক লীগের সহযোগিতা ও লালমনিরহাট জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শহরের বিডিআরগেট এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সসম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড মতিয়ার রহমান।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মাসুম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বুলবুল মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সুমন খান, এ্যাড ময়েজ উদ্দিন সহ জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।