লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল ও লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেনের যৌথ প্রযোজনায় মাসিক মিটিং অনুষ্ঠিত

0
193

স্টাফ রিপোর্টার : লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি ৩১৫ বি৩ ও লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি৩ এর যৌথ প্রযোজনায় মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা লায়ন এডভোকেট গাজী সিরাজুল ইসলাম ও উপদেষ্টা লায়ন খান আকতারুজ্জামান এমজিএফ লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ৩১৫বি৩ বাংলাদেশ এবং প্রধান অতিথি লিও রেজাউল করিম সুমন, মাল্টিপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ৩১৫ বাংলাদেশ।

সম্মানিত অতিথি লিও শাওন আল-আমিন ডিস্ট্রিক সেক্রেটারি ৩১৫ বি ৩ বাংলাদেশ ও লিও ফারাবি ডিস্ট্রিক্ট ট্রেজারার ৩১৫ বি৩ বাংলাদেশ। ক্লাব প্রেসিডেন্ট লিও রায়হানা আক্তার স্মৃতি এর তত্ত্বাবধানে ও সকলের সার্বিক সহযোগিতায় সুন্দর ও সুশৃংখলভাবে মাসিক মিটিং সম্পন্ন হয়।