শার্শায় বাবার বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

0
142

রাসল ইসলাম,শার্শা উপজলা প্রতিনিধি:

যশোরর শার্শার পাড়িয়ার ঘাপ গ্রামে নিজ পিতার হাতে ৯ বছরের শিশু ময়ক ধর্ষনের চেষ্টার অভিযাগে বাবার বিরুদ্ধে থানায় মামলা হয়ছে। শিশুটি বর্তমান যশোর সদর হাসপাতালে ভর্তি রয়ছে।

গত রাবিবার (১৬ ম) দুপুর নিজামপুর ইউনিয়নের পাড়িয়ার ঘাপ গ্রামের নিজ বাড়িতে স্ত্রী না থাকায় তার ময়ক একা পয় ধর্ষনর চষ্টা চালায়। এ সময় শিশুর চিৎকার আশপাশের লোকজন উদ্ধার করে।

নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, ইউপি সদস্য খারশেদ এর মাধ্যম জানতে পারি মফিজুর রহমান তার ৯ বছরর শিশু ময়ক ধর্ষন করছ। এ সংবাদ জানার পর খবর দেওয়া হয়। পুলিশ এস তাকে আটক করে

এ ব্যাপারে শার্শা থানার ইনচার্জ বদরুল আলম বলেন, শিশুটির নানা বাদী হয় শার্শা থানায় মামলা করেছন। পরে পুলিশ এলাকায় অভিযানে চালিয়ে আসামি মফিজুর কে আটক করা হয়েছে। তাক আগামীকাল যশোর বিজ্ঞ আদালত পাঠানা হবে।