মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল জেলার হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এর উপর হামলার প্রতিবাদে আলীগঞ্জ বাজারে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের মাধ্যমে শিক্ষক সাইফুল ইসলামের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে একাধিক শিক্ষক বক্তব্যে জোরালো দাবী করে বলেন দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা না হলে আগামীতে লাগাতার আন্দোলন কর্মসূচি প্রদান করা হবে।
উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর শিক্ষক সাইফুল ইসলাম কে মারধর করার অভিযোগে এই মানববন্ধন।
Home শিক্ষাঙ্গন শিক্ষক হামলা কারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন।