সুয়াইব হাসান মালিক আয়ান এর শুভ জন্মদিন

0
333

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মালিক হিমেল এর এক মাত্র পুত্র সন্তান মোঃসুয়াইব হাসান মালিক আয়ান এর দুই বছর পূর্ণ হওয়ায় সন্ধার পরে নিজ বাড়িতে জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তার পুত্র সন্তানের শুভ জন্মদিন উৎযাপিত করে।
হিমেল মল্লিকের সন্তানের জন্মদিন উপলক্ষে সন্ধা থেকেই তার রাজনৈতিক সুভাকাঙ্কীরা এবং কাছের ব্যাক্তিরা তার বাসভবনে বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসতে শুরু করেন সবাইকে সাথে নিয়ে এবং পরিবারের পুত্রসন্তানের দাদী,ফুফুদের,মামা,নানীদের নিয়ে কেক কাটেন ও সবাইকে মিষ্টি মুখ করিয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তার সন্তানের মঙ্গল কামনা করে।