সাম্প্রতিক গাজা ইস্যুতে মিসর, কাতার সৌদির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

0
196
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পশ্চিম তীর উপত্যকায়, গাজা এবং ইসরায়েলে সিরিজ হামলার বিষয়ে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন টেলিফোনে আলাপ করেছেন কাতার, মিসর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে।

১৭ মে রবিবার মার্কিন বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে পররাষ্ট্র দফতর বিষয়টি জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দফতর প্রতিবেদনে জানায়, ‘ইসরায়েল এবং পশ্চিম তীর উপত্যকায় ও গাজায় মানুষের ভিতরে শান্তি ফিরিয়ে আনতে হবে। জনজীবনের যে করুণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরসনে পদক্ষেপ নেয়ার বিষয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন।’

এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘সম্প্রতি আল-আকসা মসজিদে প্রার্থনারতদের ওপর হামলার বিষয়ে কথা বলেছেন তারা এক বিবৃতিতে বলেছেন। এছাড়াও গাজা এবং পবিত্র আল-আকসা মসজিদে মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

এদিকে, চলমান হামলা বন্ধের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন একাধিক আমেরিকান সিনেটর। এক্ষেত্রে জনজীবনের অপরিসীম ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যত হামলার সৃষ্টি না হয় সেদিকে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি এবং রিপাবলিকান সিনেটর টড ইয়ং।