সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরে মা তার দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সন্তানদের বাবারও গলাকেটে হত্যা করা হয়েছে, তিনি এখন আহত অবস্থায় মেডিকেলে আছেন।
বুধবার সকাল ৮টার দিকে গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন,দক্ষিণপাড়া গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা (৩২), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তিশা (৩)। হিফজুর রহমানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
- টঙ্গীতে দলিল লেখক কাজলের বিরুদ্ধে প্রধান মন্ত্রীর কাছে অভিযোগ দিলেন প্রবীণ এক আওয়ামীলীগ নেতা
- বোদা উপজেলায় চলছে জুয়া খেলার আসর
- আজ বোদায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
- বোদা এলএসডিতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
- পঞ্চগড়ের বোদা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের বন্যাঢ়্য দোয়া মাহফিল উদযাপিত হয়েছে
পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওযায় প্রতিবেশীরা তাদের ডাকতে যান। বসতঘরে তাদেরকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন ।
এদের মধ্য বাবা হিফজুরের শ্বাস থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে।