সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরে মা তার দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সন্তানদের বাবারও গলাকেটে হত্যা করা হয়েছে, তিনি এখন আহত অবস্থায় মেডিকেলে আছেন।
বুধবার সকাল ৮টার দিকে গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন,দক্ষিণপাড়া গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা (৩২), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তিশা (৩)। হিফজুর রহমানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
- গাইবান্ধা জেলায় হারাতে বসেছে বাশঁ ও বেত শিল্প।
- মেহেন্দিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা।
- চর অঞ্চলের মানুষের দুর্ভোগ কাটাতে ভরসা কেবল ঘোড়ার গাড়ি।
- মেহেন্দিগঞ্জে আনন্দ টিভি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তৃতীয় মৃত্যু বার্ষিক উপলক্ষে দোয়া ও মাহফিল
- সুন্দরগঞ্জে ১০দাবি বাস্তবায়নের লক্ষে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ জানায়, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওযায় প্রতিবেশীরা তাদের ডাকতে যান। বসতঘরে তাদেরকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন ।
এদের মধ্য বাবা হিফজুরের শ্বাস থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে।