মোঃ রিয়াদ হাসান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্বায়ের জন্য বিএনপির ঘোষিত জনগণের আকাঙ্খার ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী (সোমরার) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম মাহমুদ প্রামানিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক ও ০১নং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম এ গোফফার মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম জামান মিন্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ গোলাম আযম, ছাত্র দল, যুব দল, মহিলা দল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, আওয়ামী লীগ সিন্ডিকেট গড়ে তুলে বিদ্যুতের মুল্য বৃদ্ধি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করেছে। যার কারণে হু হু করে বাড়ছে পণ্যসামগ্রীর দাম। দ্রব্য ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এখন হতাশ হয়ে পড়েছে। জনগণের আখাঙ্খার ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষে বক্তরা সমাবেশে উপস্থাপন করেন এবং এ সরকারের পদত্যাগের দাবি জানান তারা। এ বিক্ষোভ কর্মসূচিতে সুন্দরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।