সাকিব আহমেদ, হরিরামপুর (মানিকগঞ্জ) :বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার তিন বছর মেয়াদী ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৮ মে) দুপুরে উপজেলা চত্ত্বরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক তৃতীয় মাত্রার উপজেলা প্রতিনিধি জ. ই. আকাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম
হরিরামপুর উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহির সভাপতিত্বে এবং সদস্য সচিব আবিদ হাসান আবেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাস।
তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শুভংকর পোদ্দার।
এছাড়াও, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি সজিব গুহ মজুমদার, দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিক অগ্নিবিন্দুর প্রতিনিধি মো. সায়েম খান, অর্থ ও প্রচার সম্পাদক পদে দৈনিক লাখোকণ্ঠের প্রতিনিধি মো. শামীম মোল্লা নির্বাচিত হয়েছেন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন দৈনিক সংবাদের প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহি, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবিদ হাসান আবেদ ও দৈনিক সবুজ নিশানের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।
উল্লেখ্য, সমিতির সাধারণ সদস্য হিসেবে আছেন দৈনিক মাতৃজগৎ এর প্রতিনিধি মো. নূরুল আমিন এবং দৈনিক শীর্ষবার্তার প্রতিনিধি সাকিব আহমেদ।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ) এর সভাপতি মনিরুল ইসলাম মিহির ও সাধারণ সম্পাদক বি এম খোরশেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি সিংগাইর উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেন, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।