সাকিব আহমেদ, হরিরামপুর, মানিকগঞ্জ :মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়ন এর ঝিটকা কলাহাটা গ্রামে মোবাইল চুরির পর কুফরি’র ভয়ে চোর রাতে’র আঁধারে ঘরের সামনে মোবাইল রেখে যাওয়ার কারসাজি ঘটনা ঘটেছে।
২১’মে শুক্রবার মোবাইল চুরির ৬ দিন পর সকালে হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের কলাহাটা গ্রামে ভুক্তভোগী’র ঘরের সামনে থেকে চুরি হওয়া মোবাইল ” রেডমি নোট -৮ ” পাওয়া গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী মিজানুর জানান, ঈদের পরের দিন ১৫’ই মে দুপুরে স্থানীয় দোকান এ গেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় মোবাইল দোকানের সামনে নামিয়ে রাখি পরবর্তী তে দোকান থেকে একটু দূরে আসলে মোবাইল এর কথা মনে পড়ে এর পর দোকানা এ যাই দোকান এ গিয়ে দেখি মোবাইল নেই। সন্দেহজনদের কাছে জিজ্ঞাসা করলে কেও বিষয়’টি শিকার করেনি পরবর্তী তে ৬ দিন পর আজ ঘরের সামনে মোবাইল পেয়েছি।
এ বিষয়ে ভুক্তভোগীর মা মিনু বেগম জানায়, ঈদের পর দিন স্থানীয় দোকান থেকে আমার ছেলের মোবাইল চুরি হয়ে যায়। এলাকায় সবাইকে বলেছিলাম আয়না পড়া,খুড় পরা দিব। ভেবে ছিলাম আজ থানায় গিয়ে মামলা করব কিন্তু তার আগেই চোর কুফরি’র ভয় পেয়ে রাতের বেলায় ঘরের সামনে মোবাইল রেখে গেছে। তবে কে এই কাজ করেছে তা এখনও জানতে পারা যায়নি বলে জানিয়েছেন তিনি।
বাল্লা ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য বিষয়’টি নিশ্চিত করে জানান মোবাইল পাওয়া গেছে তবে কে চুরি করেছে সেটা এখনও নিশ্চিত করা যায়’নি।