১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে কাজিপাড়া আইডিয়েল হাই একাডেমির উদ্যোগে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত

0
222

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহদাতা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজিপাড়ায় আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কাজিপাড়া আইডিয়েল হাই একাডেমির উদ্যোগে স্কুল প্রাঙ্গনে মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রণয় চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, কাজীপাড়া ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র-৩ মীর মোঃ শাহীন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। এসময় যুবলীগ-ছাত্রলীগ নেতাবৃন্দ স্কুল সকল শিক্ষক-ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভা বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী নিয়ে আলোচনা করেন।