মো: ইকবাল হোসেন, কয়রা:– খুলনার কয়রা উপজেলায় আলোচিত ট্রিপল খুনের খুনিরা অদৃশ্য শক্তির আড়ালে। নির্দোষীদের মুক্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। শুক্রবার (২৬ আগস্ট) দুপুর ২টায় কয়রা বাগালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২২
এলাকাবাসী অভিযোগ করে বলেন, বাদী নিজেই সংবাদ সম্মেলন করে জেল-হাজতে থাকা নির্দোষীদের মুক্তি চান। আর প্রকৃত খুনিদের গ্রেফতারের অনুরোধ করলেও প্রশাসন চুপচাপ রয়েছে। পূর্ব শত্রুতার জেরে অদৃশ্য শক্তির প্রভাবে এলাকার নিরীহ মানুষকে ফাঁসিয়ে প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে। এসময় ভুক্তভোগীর স্বজনরা অনতিবিলম্বে নির্দোষীদের মুক্তি ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, গত বছর ২৫ অক্টোবর গভীর রাতে কয়রা বাগালি ইউনিয়নের একই পরিবারের ৩ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এসময় নিহত হাবিবুর ও বিউটির ৭ম শ্রেণি পড়ুয়া কণ্যাকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে ৩ জনের লাশ পুকুরে ফেলে দেয় খুনিরা।