রাসেদুল ইসলাম রাসেলঃ সোনারগাঁ নারায়নগন্জ: পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে প্রায় সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেন।ঈদ সামগ্রীর পাশাপাশি তিনি প্রতিটি পরিবারকে নগদ ১ শ টাকা করে প্রদান করেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল, পোলাও চাল, ডাল, চিনি, সেমাই, গুড়ো দুধ, আলু, তেল ও লবন।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুল হক, মাসুম বিল্লাহ, সাহাবউদ্দিন, মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের আহবায়ক তাইজুল ইসলামসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।