আটোয়ারীতে আট জুয়ারী আটক

0
236

মেহেদী হাসান আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃআটোয়ারী উপজেলার বলরাম পুর ইউনিয়নে গত ১৭আগষ্ট রাতে ডিউটি করছিলেন এস আই প্রহল্লাদ, সে সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন ঐ ইউনিয়নের সাতখামার গ্রামে জৈনিক হাজির গুদামে রাত২টায়(১৮আগস্ট)টাকার বিনিময়ে জুয়ার আসর বসেছে। ওসি ইজার উদ্দীনের নির্দেশে,এস আই প্রহল্লাদ সঙ্গীয় ফোর্স সহ আট জনকে আটক করে।
ধৃতকৃতরা হলেন, ১. আঃ সালাম (৩২) পিতা- মৃতঃ শামসুল হক, ২. মন্জু রহমান (২৬) পিতা- মৃতঃ আক্কাস আলী, ৩. সুমন (৩০) পিতা- আবুল কাশেম উভয়েরই সাং- সাতখামার, বলরামপুর, ৪. মিঠু ব্যাপারী (৩০) পিতা- বুলু ব্যাপারী, ৫. মোঃ দেলোয়ার (৫০) পিতা- মৃতঃ মোজাম্মেল উভয়েরই সাং- সুজায়েতপুর, ৬. মিলন (৪২) পিতা- মৃতঃ টুকু মন্ডল, ৭. মিঠু মন্ডল (৩৫) পিতা- মৃতঃ টুকু মন্ডল এবং ৮. মাহাবুব রহমান (৩৭) পিতা- মৃতঃ ইসাহাক প্রমাণিক সাং- চামোরপাড়া, উভয়েরই থানাঃ সোনাতলা, জেলাঃ বগুড়া।

পরে ঐ স্থান হতে নগদ ৩ হাজার ৫ শত টাকা সহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। রাতেই তাদেরকে থানায় নিয়ে আসা হয়। ধৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা এবং করোনার চলমান সংক্রামক ব্যাধি বিস্তারে বিদ্বেষপূর্ণ কাজ করায় তৎসহ দন্ডবিধি আইনের ২৭০/২৭১ ধারায় নিয়মিত মামলা রুজু করে বুধবার (১৮ আগষ্ট) আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

আটোয়ারী অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন উপরোল্লিখিত ধৃতদেরকে আটকসহ থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্ররণের বিষয়টি নিশ্চিত করেন।