উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসে “জাতীয় সংবিধান দিবস ” উদযাপন

0
265

স্টাফ রিপোর্টার: উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে আজ যথাযোগ্য মর্যাদায় “জাতীয় সংবিধান দিবস” উদযাপন করা হয়। এ দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাস্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাগণ। এরপর প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তাগণ জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করে বাংলাদেশের সংবিধান প্রণয়নের গৌরবোজ্জ্বল ইতিহাসের উপর আলোকপাত করেন। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনুন

মান্যবর রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও সংবিধান প্রণয়নে তাঁর অসামান্য অবদানের কথা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার পর খুব কম সময়ের মধ্যে জনপ্রতিনিধিদের মধ্যে আলোচনা ও তাঁদের মতামতের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পবিত্র সংবিধান রচনা করা সম্ভব হয়েছিল।