উজিরপুরে করোনায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ বিতরন করেন এমপি শাহে আলম

0
201

শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসাবে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১১ জুলাই রবিবার দিন ব্যাপি পৃথক পৃথক ভাবে, পৌরসভা (৩৩০)টি পরিবার সহ প্রতি ইউনিয়নে (৭১০) পরিবার করে, (গুঠিয়া, শিকারপুর, বড়াকোঠা, ওটরা) মোট চারটি ইউনিয়নের (৭১০×৪= ২৮৪০) পরিবারকে (চাল ৫ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ কেজি, আলু ১ কেজি, আটা ১ কেজি) করে মোট ১০ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করেন, বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শাহে আলম (এমপি)

এ সময়ে তিনি বলেন, জতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভয়াবহ করোনা মোকাবেলায় উর্ত্তীন। না খেয়ে মারা গেছেন এমন একজন লোক কোথাও নেই, শেখ হাসিনা অসহায় মানুষের পাশে ছিলেন আছেন থাকবেন, এছাড়াও দেশের মেগা প্রকল্পসহ সার্বিক উন্নয়ন চলমান। এটা শুধু জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব। মহান আল্লাহ তায়ালা জননেত্রী শেখ হসিনাকে তৌফিক দিয়েছেন। আপনারা সকলে তার জন্য মনখুলে দোয়া করবেন।

এ সময়ে উপস্থিতি ছিলেন, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি। তারা দুজনেই বর্তামান সরকারের নানাবিধ উন্নয়ন মূলক কর্মকাণ্ড জনসাধারণের মাঝে তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, গুঠিয়ার ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, শিকারপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম মৃধা, ওটরা ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ হারুন মুন্সি, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, ইউপি সদস্যবৃন্দ’সহ প্রমূখ নেতৃবৃন্দ।