উপসচিব হিসেবে বদলি, বিদায় বেলায় কাঁদলেন নওগাঁর ডিসি হারুন

0
220

ভূপাল চন্দ্র রায়,স্টাফ রিপোর্টার, নওগাঁ। জেলা প্রশাসক (ডিসি) আসবেন, যাবেন—এটাই স্বাভাবিক। কিন্তু, সে জেলা প্রশাসক যদি হন মানবিক, তখন জেলার মানুষের মনে দাগ কেটে যায়। নতুন কর্মস্থলের জন্য তাঁর প্রস্থান মেনে নিতে পারেন না জেলাবাসী। চোখের জলে ভাসতে থাকেন বিদায়বেলায়। তেমনই একজন নওগাঁর ডিসি মো. হারুন-অর-রশীদ।

গতকাল (১৩ ই জানুয়ারি-২২) বৃহস্পতিবার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, এনজিওসহ শত শত মানুষের ফুল আর চোখের জল বলে দিচ্ছিল ডিসি মো. হারুন-অর-রশীদের জনপ্রিয়তার কথা। কাঁদলেন তিনিও।

সম্প্রতি দেশের জন নিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি হয়েছেন মো. হারুন-অর-রশীদ। এর আগে পৌনে তিন বছর নওগাঁর ডিসি হিসেবে করেছেন দায়িত্ব পালন। গতকাল নবাগত জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসানের হাতে দায়িত্ব তুলে দিয়ে নতুন কর্মস্থলের উদ্দেশে রওনা হন তিনি।

২০১৯ সালের ২৩ জুন ‘মানবিক নওগাঁ’র প্রত্যয় নিয়ে জেলা প্রশাসক হিসেবে যোগ দেন হারুন-অর-রশীদ। মাত্র এক বছরের মাথায় ছাত্র-ছাত্রীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার কাজ শুরু করে সফল হন। দুই শতাধিক স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করেন।

২০২০ সালে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হন। পরের বছর ই-সেবা কেন্দ্র, ইউডিসি হেল্প ডেস্ক, ডিজিটাল হাজিরা ব্যবস্থা, শতভাগ ই-ফাইলিংয়ের মাধ্যমে ডিজিটাল ব্যবস্থায় মানবিক কাজের গতি সঞ্চারণের জন্য আইসিটি ক্ষেত্রেও সেরা জেলা প্রশাসক হিসেবে প্রশংসিত হন তিনি।